রাঙ্গুনিয়া আলমশাহপাড়া কামিল (এম.এ.) মাদরাসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক কমিটির ৪র্থ সভা গত ২১ ফেব্রুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার বিকাল ৩.০০ টায় কপার চিমনি রেস্টুরেন্ট (সানমার টাওয়ার-১, সিডিএ অ্যাভিনিউ, চট্টগ্রাম)- এ অনুষ্ঠিত হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর আহ্বায়ক প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রফেসর ড. মুহাম্মদ ফরিদুদ্দিনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর যুগ্ম আহ্বায়ক মাওলানা মুহাম্মদ ইসমাইল হোসাইন ও অধ্যাপক মাওলানা মনিরুল ইসলাম রফিক, কোষাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন, সদস্য যথাক্রমে জনাব মাহমুদ শিকদার, মাস্টার মো. নুরুল আমীন, খাজা মো. গিয়াস উদ্দিন শাহজাহান, জনাব ফারুক আহমেদ শাহীন, অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ এরশাদুল আলম, জনাব মো. জাকারিয়া সিরাজ, জনাব আহমদ ইমরানুল আজিজ ও জনাব মোহাম্মদ ফোরকান।
পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়ে প্রথমে পূর্ববর্তী সভার কার্যবিবরণী পেশ, পর্যালোচনা ও অনুমোদন করা হয়। এরপর গত ৪ ফেব্রুয়ারি সুইস পার্কে অনুষ্ঠিত অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর পুনর্মিলনী ও সম্মেলন অনুষ্ঠানের সার্বিক পর্যালোচনা হয় ও হিসাব পেশ ও অনুমোদন হয়। তারপর অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর বর্তমান আহ্বায়ক কমিটি বহাল ও সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সভায় অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সদস্য সংগ্রহ জোরদার করতে সকলকে পরিকল্পিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া পবিত্র রমাদানের পর একটি ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ আগামী ২৯ এপ্রিল শনিবার নির্ধারণ করা হয়। পরিশেষে সভাপতি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং গত ৪ ফেব্রুয়ারি সুইস পার্কে একটি সফল ও জাঁকজমকপূর্ণ পুনর্মিলনী ও সম্মেলন বাস্তবায়ন করায় প্রস্তুতি কমিটিসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভা সমাপ্ত করেন ।