মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
আগামী ১০ অক্টোবর, রোববার, সকালে অনুষ্ঠিত হবে! চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পীরে তরিক্বত সৈয়্যদ সাইফুদ্দিন আহমদ আল হাসানী ওয়াল মাইজভান্ডারি (ম.জি. আ) সদারতে পবিত্র জশনে জুলুস!
আজ বৃহস্পতিবার(৭ অক্টোবর) রাতে, জুলুস প্রস্তুতি কমিটির সদস্য সচিব কেন্দ্রীয় মঈনীয়া যুব ফোরামের যুগ্ম আহবায়ক আকবর হোসেন রুবেল এ তথ্য জানান।
তিনি বলেন, জুলুসকে সফল করার জন্য রাঙ্গুনিয়া উপজেলাধীন আন্জুমান ও মইনীয়া যুব ফোরামের
বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সাথে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে এবং হচ্ছে এবং সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করা হচ্ছে এবং সকল সুন্নী জনতাকে উপস্থিত থাকার আহবান জানান।