খেলাধূলা মানুষের মন ও স্বাস্হ্য দুটোই ভাল রাখে তাই ছাত্র ও যুব সমাজের সকল ভাইদের উচিত খেলাধূলা করা, খেলার মাধ্যমে মানুষের সাথে বন্ধুত্ব মূলক সুসম্পর্ক গড়ে উঠে,খেলাধূলা নিয়ে ব্যস্ত থাকলে ছাত্র ও যুব সমাজ মাদক ইভটিজিং সহ বিভিন্ন রকমের অপরাধ মূলক কাজ হতে নিজেদের বিরত রাখা যায় উত্তর রাঙ্গুনিয়া প্রিমিয়ার ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলায় ২ই এপ্রিল শনিবার প্রধান অতিথির বক্তব্যেই এ কথা বলেন ষ্টীচ টোন এপারেলস
লিমিটেডের পরিচালক বিশিষ্ঠ সমাজ সেবক শিল্পপতি বাবু বিধান চন্দ্র দাশ। ফাইনাল খেলায় উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব জসিমউদ্দিন তালুকদার, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ষ্টীচ টোন এপারেলস লিমিটেডের পরিচালক বিশিষ্ট শিল্পপতি বাবু বিধান চন্দ্র দাশ,এতে সংর্বধিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন লালনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম তালুকদার,বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হযরত খাদিজা রঃ মহিলা মাদ্রাসার পরিচালনা পরিষদের সভাপতি গোলাম মোস্তফা বাবুল,বীর মুক্তিযুদ্ধা সুধাংশু বিমল নাথ, গিয়াসউদ্দিন সওকত, ফজলুল ইসলাম সেলিম,নুরুল আবছার,রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির সদস্য মোহাম্মদ আযমগীর, এ্যাডভোকেট জাহেদুল ইসলাম,এ্যাডভোকেট মনছুর,আজহার মিয়া এতে সভাপতিত্ব করেন উত্তর রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিন তালুকদার। ফাইনাল খেয়ায় সরাসরিভাবে প্রতিদন্ধিতা করেন স্বাধীন বাংলা ফুটবল একাদশ বনাম মুক্তিযুদ্ধা একাদশ,খেলায় আত্রুমন টু পাল্টা আত্রুমনের মধ্যে দিয়ে খেলা গোল শূন্য ড্র হলে খেলা সরাসরিভাবে ট্রাইব্রুকারে গড়ায়,ট্রাইব্রুকারে খেলা স্বাধীন বাংলা একাদশ ৪-৩গোল ব্যবধানে মুক্তিযুদ্ধা একাদশকে পরাজিত করে করে চ্যাপিয়ন হয়। চ্যাপিয়ন দলের মাঝে চ্যাপিয়ন ট্রাপি তুলে দেন ফাইনাল খেলায় আগত অতিথিরা।
কপি- জাকেরুল ইসলাম,