

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়ন ৬নং ওয়ার্ড তিনচৌদিয়া গ্রামের পূর্ব পাড়া এলাকায় পুকুরে পরে দুই শিশুর মৃত্যুর হয়েছে। নিহতরা হল লাবিবা (৬) ও আলিফ (৬)। আজ (৫ জুলাই) মঙ্গলবার দুপুর ১২ দিকে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
জানাযায়, পাড়ার কিছু ছেলে পুকুরে গোসল করতে নামলে সেখানে তাদের পায়ে কিছু একটা স্পর্শ হয়। পরে ডাকাডাকি করলে সবাই পুকুর পাড়ে আসে এবং লাবিবা আর আলিফের নিতর দেহ দেখতে পান৷ পরে ওখান থেকে লাবিবা আর আলিফকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুদ্বয়কে মৃত বলে ঘোষনা করেন। ধারনা করা যাচ্ছে, তারা দুজন খেলতে খেলতে একপর্যায়ে পুকুরে নামে এবং তাতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম বলেন, আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে তিনচৌদিয়া গ্রামের পূর্ব পাড়া এলাকা মুহাম্মদ ছৈয়দ মেম্বার বাড়ির দুটি শিশুর পুকুরে পরে মৃত্যু হয়েছে। তিনি বলেন, তারা দুজন একসাথে খেলতে খেলতে পুকুরে নামে আর এতেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। এই ঘটনায় আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
নিহত লাবিবা ঐ গ্রামের পূর্ব পাড়া এলাকার মো.ছৈয়দ মেম্বার বাড়ির মাহবুব আলমের কন্যা এবং নিহত আলিফ একই পরিবারের ছৈয়দুল আলমের ছেলে। নিহতরা একে-অপরের চাচাতো ভাই-বোন। এ ঘটনায় এলাকার সবাই বাকরুদ্ধ। এলাকাজুড়ে বিরাজ করছে শোকের মাতম।