আজকের বিশ্বকাপ ফাইনাল খেলা উপলক্ষে পশ্চিম সরফভাটা আর্জেন্টিনার সমর্থক গোষ্ঠীর বনভোজনে আয়োজন করা হয়েছে।
রোববার বিকালে সমর্থক গোষ্ঠী আনন্দ উপভোগ উপলক্ষে এ বনভোজনের আয়োজন করা হয়।
আয়োজনে অংশগ্রহণ করেন সরফভাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মজিবুল ইসলাম সরফী,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস,সরফভাটা ইউনিয়ন যুবলীগের সভাপতি মহিন উদ্দীন মুহির,সাধারণ সম্পাদক মো. জামাল,সমর্থক গোষ্ঠী এস.এম.পেয়ারুল হক,কাজী মুনিক, মুহাম্মদ হারুন,
মুহাম্মদ পারভেজ, আরাফাত ,মো.জমির,মো. জাবেদ, মো.শহিদুল, জাহেদ বাহাদুর, মো. সজিব, মো. আজাদ, মো. ঝুনু, শাহেদ, ইব্রাহিম,মো. তারেক,মো. মোরশেদ, মো.আবছার, মো. কামাল, মো. শুক্কুর, আবুল কদর, মো. ইকবাল, কাজী জমির, আসিফুল হাসান, মো. ওমর, মো. শাহেদ,মো. বাচ্চুসহ অসংখ্য আর্জেন্টিনার সমর্থক।