

চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ও সিমস প্রকল্প প্রত্যাশীর সহযোগিতায় রেমিট্যান্স ক্যাম্পেইন ও স্বাগত র্যালী অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে প্রত্যাশী সিমস প্রকল্প ব্যবস্থাপক বশির আহমদ মনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আতাউল গনি ওসমানী।

প্রজেক্ট অফিসার আজিম উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া সোনালী ব্যাংকের কর্মকতা অভি তালুকদার, উপজেলা কৃষি অফিসার কাজী রমিজ আহমদ,উপজেলা সমন্বয়কারী মিজানুর রহমান,পিও আলী আহমেদ,ট্রেইনার শাহাব উদ্দিন সাইফ, ইউপি সদস্য আবদুল সবুর, শিরিন আকতার সহ সাহেদুল ইসলাম, কনক দাশ, জান্নাতুল ফেরদৌস ও ইসরাত জাহানসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ।

এসময় প্রধান অতিথি আতাউল গনি ওসমানী বলেন,দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে হবে। সরকারের সুবিধাগুলো তাদের দুয়ারে পৌঁছাতে হবে। দক্ষ শ্রমিক হিসেবে বৈধভাবে বিদেশ গমনের পাশাপাশি বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে সকলকে উদ্যোগী করতে হবে। সৃষ্টি করতে হবে ব্যাপক জনসচেতনতা। আশা করছি নিরাপদ অভিবাসন নিশ্চিত কল্পে সফল বাস্তবায়ন হবে প্রত্যাশী কর্তৃক বাস্তবায়নাধীন সিমস প্রকল্প।
