চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় আওলাদে রাসূল (দ.)পীরে তরিকত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ (রহ.) এর সহধর্মিণীর স্মরণ সভা ও দোয়া মাহফিল গত শনিবার রাতে পোমরা তাহেরিয়া ছাবেরিয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
পোমরা গাউছিয়া কমিটির সভাপতি ছৈয়দুল আলম তালুকদারের সভাপতিত্বে স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা গাউছিয়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মাস্টার, প্রধান বক্তা ছিলেন মাওলানা শিবলী।
মাওলানা মুসলেহ উদ্দিন জাবেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ ছলোমান, সাংগঠনিক সম্পাদক নাছেরুল ইসলাম মাস্টার,অর্থ সম্পাদক মোজাম্মেল হক রাজু,প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসাইন, সহ প্রচার সম্পাদক সোহেল,সহ দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা নঈমুল হক সরমদ নঈমী, মাওলানা রাকিব, ওয়ার্ড গাউছিয়া কমিটির সভাপতি আবদুল জব্বার,আবু জাফর,সেকান্দর, বাচা প্রমুখ।