![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230307124359-1024x576.jpg)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রাচীনতম ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসায় ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ ) দুপুরে মাদরাসার মিলনায়তনে অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক, সহকারী অধ্যাপক নিজাম উদ্দিন, আরবি প্রভাষক এস.এম.মর্ঈন উদ্দিন, ইতিহাস প্রভাষক মাওলানা কুতুব উদ্দিন প্রমুখ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230307124122_01-1024x576.jpg)
এছাড়াও আরো উপস্থিত ছিলেন মাদরাসার শিক্ষক ও কর্মচারী।
পরে দেশ,জাতীয় উন্নতি ও সকল শহীদ ও পরিবারের স্বজনদের আত্মার মাগফেরাত করে মোনাজাত করা হয়।