চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২নং হোসনাবাদ ইউনিয়ন এর মোগলেরহাট বাজারের কোটি টাকার ব্যয়ে আধুনিক মানের কেন্দ্রীয় জামে মসজিদ নির্ণামে নিজ অর্থায়নে করে দেয়ার প্রতিশ্রুতি দেন হোসনাবাদ ইউনিয়নের বিজয়নগর গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও দানবীর মরহুম বদিউল আলমের বড় সন্তান আমেরিকান প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর মুহাম্মদ আলমগীর।
আজ সোমবার বিকালে মসজিদ নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন কালে আমেরিকান প্রবাসী আলমগীরের ছোট ভাই মুহাম্মদ শাহাজাহান এ তথ্য জানান।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনার সার্বিক তত্বাবধানে সাবেক ইউপি চেয়ারম্যান মীর্জা মুহাম্মদ সেকান্দর, ইউপি সদস্য জাহাঙ্গীর আলমসহ স্থানীয় মান্যগন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
তিনি বলেন,এলাকার মুরব্বি ও সাধারণ মানুষের অনুরোধে বড়ভাই আলমগীর করে দেয়ার প্রতিশ্রুতি দেন এবং কাজেও শুরু হযে গেল এবং আগামী কয়েক দিনের মধ্যে চাদ ঢালাইয়ের কাজ শুরু হবে।