

চট্রগ্রামের রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটি বাংলাদেশ, পোমরা হাজীপাড়া ইউনিট শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুম উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

গত রবিবার সন্ধায় হযরত নূর মোহাম্মদ শাহ্ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্বে করেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল কবির গিয়াসু, প্রধান অতিথির বক্তব্যে রাখেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার,উদ্বোধক ছিলেন ওয়ার্ড গাউছিয়া কমিটির উপদেষ্টা জোনাইদুল আলম চৌধুরী,প্রধান বক্তা ছিলেন গাউছিয়া কমিটির রাঙ্গুনিয়া উত্তরের সভাপতি গাজী আবুল কালাম বয়ানী, প্রধান ওয়ায়েজিন ছিলেন রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা নাছির উদ্দীন ত্যৈয়বী।

মোজামেল হক রাজু ও নোমান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির সহ প্রচার সম্পাদক এহসানুল হক, কাউন্সিল জসিম উদ্দিন শাহ,জমির মাস্টার, নুর মুহাম্মদ মেম্বার,আবু জাফর মাস্টার,সরোবর আলম আশরাফী,মাওলানা মিনহাজুল ইসলাম কাদেরী,মাওলানা ড.হাবিবুর রহমান কাদেরী,হাফেজ মাওলানা নঈমী উদ্দীন আল মাইজভাণ্ডারী,ডাক্তার জসিম উদ্দিন, হাফেজ মুহাম্মদ নুরচ্ছাফা আল-কাদেরী, মমতাজ উদ্দীন, মোজাহেদুল ইসলাম,মাওলানা সানাউল্লাহ প্রমূখ।

আরো উপস্থিত ছিলেন মুহাম্মদ কাশেম,মুহাম্মদ সিরাজুল আলম,মুহাম্মদ বকতীয়ার চৌধুরী,মুহাম্মদ বাদশা,মহিন উদ্দীন, মুহাম্মদ মিরাজ,মুহাম্মদ তারেক প্রমুখ।