বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১৭ফেব্রুয়ারি) বিকালে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রণব শীল জিকুর সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু,প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো.আলী শাহ।
ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ শাওয়াল হোসাইন এর সঞ্চালনায় সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহমদ ছৈয়দ তালুকদার, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো.ইউনুস,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু তৈয়ব সিদ্দিকী,সাবেক সভাপতি এডভোকেট নুরুল আলম প্রমূখ।
সম্মেলনে আরো বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউনুস মিয়া তালুকদার,শ্রম বিষয়ক সম্পাদক ফারুক তালুকদার,শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মাস্টার খোরশেদ আলম,সদস্য এডভোকেট নিখিল কুমার নাথ, দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ’লীগ এর সভাপতি আবদুর রহমান তালুকদার,সাধারণ সম্পাদক জামাল উদ্দীন,উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ইস্কান্দার মির্জা প্রমূখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সম্মেলনের শুরুতে সম্মেলনস্থলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা মিছিল সহকারে যোগদান করেন।
প্রসঙ্গত, সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী হয়েছেন ৮ জন, তথ্যমধ্যে সভাপতি ৩ জন, সাধারণ সম্পাদক ৫ জন।
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, সম্পাদক ও প্রকাশক, আলোকিত রাঙ্গুনিয়া।