রাঙ্গুনিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতায় কামনায় দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার(২৯আগষ্ট) বিকালে পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অফিস কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জমিয়তুল মোদাররেসীন,রাঙ্গুনিয়া উপজেলার শাখার সভাপতি মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইলিয়াস নুরী এর সঞ্চালনায় দোয়া মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলের বক্তব্য রাখেন জমিয়তুল মোদাররেসীন,রাঙ্গুনিয়া উপজেলার শাখার কার্যানির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মাওলানা মারফাতুন্নুর,অধ্যক্ষ মুহাম্মদ শাহ আলম,অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম,সহকারী অধ্যাপক এস.এম. মঈন উদ্দিন,সহকারী অধ্যাপক নুর মুহাম্মদ,অধ্যাপক আশরাফুজ্জামান,সহকারী অধ্যাপক আনিছুর হক, সহকারী অধ্যাপক মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী,সুপার মাওলানা ইউসুফ, সহকারী শিক্ষক মুহাম্মদ মুজিজুল হক চৌধুরীসহ পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার শিক্ষক- কর্মচারী।
দোয়া মাহফিলের শেষে রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মুহাম্মদ জাহাঙ্গীর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় জমিয়তুল মোদাররেসীন,রাঙ্গুনিয়া উপজেলার শাখা ও পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার পক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।