মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) ও ফাতেহায়ে-এ ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভার ভবানিমিল ব্যবসায়ী সমিতির উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ নভেম্বর) বিকেলে স্থানীয় মাঠে আয়োজিত মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা মুহাম্মদ নুরুল ইসলাম জিহাদী। উদ্বোধক ছিলেন মধ্যম নোয়াগাঁও গাউছুল আজম বাগদাদী জামে মসজিদের খতিব মুহাম্মদ নাছির উদ্দিন আল-কাদেরী।
ধর্মীয় আলোচক ছিলেন মুফতি গোলাম কিবরিয়া, মাওলানা মোহাম্মদ গোলাম রাব্বানী কাশেমী, মাওলানা মুহাম্মদ খাইরুল আমিন চিশতি, উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নুরুল আবছার আল-কাদেরী, মাওলানা মুহাম্মদ কাউছারুল আনোয়ার কাদেরী, মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন নূরী কাদেরী প্রমুখ।
অতিথি ছিলেন মাওলানা গোলামুন্নবী,আবদুল সবুর, এহসান হাবিব, নঈম উদ্দিন, মো. মফিজ, মো. দানু, মো. সুমন, মো. নূরুদ্দিন, নুরুল আবছার সাকিব, কপিল উদ্দিন, মো. মিজান, মো. জুনায়েদ প্রমুখ।
চতুর্থ বারের মতো আয়োজিত এই মাহফিলে ৫ শতাধিক মুসল্লী সমাগম হয়। এসময় বক্তারা ফাতেহায়ে ইয়াজদাহুমের তাৎপর্য তুলে ধরেন। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।