

চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন এর মীরেরখীল এলাকার ধর্মীয় ,সামাজিক ও সেচ্ছাসেবী প্রতিষ্ঠান মাওলা আলী (রাঃ) পাঠাগারের ১৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও হযরত মাওলা আলী (রাঃ) বার্ষিক ওরছ শরীফ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী খতমে কুরআন ও মুজমুওয়ায়ে সালাওয়াতে রাসূলসহ আলোচনা সভা ও ইফতার মাহফিল আজ বৃহস্পতিবার মীরেরখীল কেন্দ্রীয় শাহী জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

পাঠাগারের উপদেষ্টা ও পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মারফতুন্নুর কাদেরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, রাঙ্গুনিয়া উপজেলা মধ্যম-দক্ষিণের সভাপতি আল্লামা হাফেজ সৈয়দ ক্বারী রুহুল আমীন কাদেরী,প্রধান বক্তা ছিলেন সরফভাটা নেছারিয়া অনার্স মাদরাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি শাহাজাদা আলহাজ্ব মাওলানা অধ্যক্ষ নাছির উদ্দীন আল কাদেরী।

পাঠাগারের প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা আজগর আলী আলকাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠানে কুরআন ও সুন্নাহর আলোকে বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা সাইফুল ইসলাম কাদেরী,পাঠাগারের প্রধান উপদেষ্টা সাবেক ওয়ারেন্ট অফিসার আলহাজ্ব মাওলানা আবুল হাশেম নঈমী আত্তারী,মাওলানা নাছির উদ্দীন নাহিদ,মাওলানা জাহাঙ্গীর আলম রেজবীসহ পাঠাগারের উপদেষ্টা, কার্যাকরী পরিষদ কর্মকর্তা, সদস্য,সাংবাদিকসহ এলাকার মান্যগন্য ব্যক্তিবর্গ।

এদিকে দুপুরে পাঠাগারের প্রতিষ্ঠা বার্ষিকী ও ওরশ শরীফ উপলক্ষে খতমে কুরআন ও মুজমুওয়ায়ে সালাওয়াতে রাসূল পাঠে অংশগ্রহণ করেন রাঙ্গুনিয়া ও রাউজান উপজেলা বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ,আরবি প্রভাষক, সুপার ও সহ সুপারসহ অসংখ্য আলেম ও ওলামা।

খতম পাঠের শেষে পাঠাগারের প্রতিষ্ঠালগ্ন থেকে যারা মৃত্যুবরণ করেন তাদের মাগফিরাত কামনা, দেশ ও প্রবাসীসহ জাতির কল্যাণ কামনায় দোয়া করে বিশেষ মোনাজাত করেন হাফেজ মাওলানা সৈয়দ রুহুল আমীন কাদেরী।


পরে ইফতার করেন অতিথিসহ পাঠাগারের উপদেষ্টা,কার্যাকরী পরিষদের কর্মকর্তা,সদস্যসহ সরফভাটা ইউনিয়ন ও ওয়ার্ডের মান্যগন্য ব্যক্তিবর্গ।
