চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় পোমরা রোশাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২২ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয়ের অফিস কক্ষে ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মাস্টার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব সোমা দাশের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও ইউপি সদস্য ইব্রাহিম হোসাইন,সাবেক ইউপি সদস্য জান্নাতুন ফেরদৌস,হাসান আলী, ডাক্তার শহিদুল ইসলাম হেলাল, শাহিনুর হাসান,স্বপ্না আকতার,সেপু আকতার,শিক্ষক প্রতিনিধি কামরুল নাহার চৌধুরী প্রমূখ।
সভায় শেষে ম্যানেজিং কমিটির সদস্যরা সভাপতিকে ফুল দিয়ে বরণ করে নেন।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিরা মাস্টার মাহামুদুর রশিদ মাসুদ,সুমনা কুন্ডু,সেলিনা আকতার, বর্ণালী বড়ুয়া, সৈয়দা ফাতেমা ইয়াছমিন,শরমিনা শাহীন সভাপতিকে বরণ করে নেন।