![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2024/06/1717850908210-1024x456.jpg)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার শিলকে দক্ষিণ শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষাথীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুন ) সকালে বিদ্যালয়ের হল রুমে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন দেশ ও বিদেশে অবস্থানরত সরফভাটাবাসীর সামাজিক, সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটি চট্টগ্রাম।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2024/06/1717849175091-1024x556.jpg)
দক্ষিণ শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার জাবেদুল ইসলাম এর সভাপতিত্বে সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম এর দাতা সদস্য শাহজাদা সৈয়দ এহসানুল হুদা সাব্বির এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম,প্রধান বক্তা ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম সভাপতি ডাক্তার এসে.এম আবুল ফজল।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2024/06/1717854392652-2-1024x681.jpg)
সহকারী শিক্ষক মাস্টার নাছির উদ্দীন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির চট্টগ্রাম এর সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম খোকন, বিদ্যালয়ের বিদ্যুৎসাহি সদস্য প্রবাদ কুসুম বড়ুয়াসহ বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2024/06/1717854356777-1024x620.jpg)
এসময় সোসাইটির নেতৃবৃন্দরা সংগঠনের প্রতিষ্ঠাতা হওয়ার পর থেকে সরফভাটাসহ রাঙ্গুনিয়াব্যাপী দুস্থ ও হতদরিদ্র মানুষের সহযোগিতার পাশাপাশি স্কুল, কলেজ ও মাদ্রাসার অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করে আসছে এবং ভবিষ্যৎ এ ধারা অব্যহত থাকবে বলেও জানান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অতিথিরা শিক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসায় সোসাইটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।