
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রাহাতিয়া নঈমীয়া বশরীয়া ট্রাস্টের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল নুরুল উলুম কামিল (এম.এ) মাদ্রাসার হলরুমে রোববার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত হয়েছে।
রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদাশীন সৈয়দ ওবায়দুল মোস্তফা নঈমীর সভাপতিত্বে মাহফিলে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র আলহাজ্ব শাহজাহান সিকদার, মাওলানা ফজলুল কবির চৌধুরী, ড. মুহাম্মদ আবদুল মাবুদ, মাওলানা নাছির উদ্দীন আল কাদেরী,বাসস চট্টগ্রাম অফিসের স্টাফ রিপোর্টার সাংবাদিক জিগারুল ইসলাম জিগার, আ’লীগের নেতা এমরুল করিম রাশেদ, মোহাম্মদ সেলিম, কাইছারুল আলম, জাকিরুল আজম চৌধুরী মুরাদ, এম এ বাবুল প্রমুখ। সঞ্চালনা করেন মাওলানা নেজাম উদ্দিন নূরী।