![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230320170052_01-1024x576.jpg)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার রোয়াজারহাটের শাহ আমানত ইলেকট্রনিক্স দেশের শীর্ষ ইলেকট্রিক পণ্য সামগ্রী উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের ঘোষিত‘ওয়ালটন ডে’ জাতীয় পতাকা উত্তোলন ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230320170002_01-1024x576.jpg)
আজ সোমবার বিকালে শাহ আমানত ইলেকট্রনিক্স ওয়ালটন শো-রুমে রোয়াজারহাট শাখায় অতিথির উপস্থিতিতে কেক কেটে ২১তম ওয়ালটন ডে উদযাপন করা হয়।
ব্যবস্থাপনা পরিচালক ও পৌরসভার সাবেক কাউন্সিলর লোকমানুর হক তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল ইসলাম তালুকদার।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230320173333_01-1024x576.jpg)
পরিচালক জাবেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, রাঙ্গুনিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের গর্ভনিং পরিষদের সভাপতি জাফর ছালেক সিকদার, পৌরসভা আ’লীগের সভাপতি আরিফুর ইসলাম চৌধুরী,সাধারণ সম্পাদক মো.সেলিম,বীর মুক্তিযোদ্ধা কমান্ডার খায়রুল বশর মুন্সি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইউনুস,এডভোকেট রেহানাসহ আরমান তালুকদার,ওসমান তালুকদার,ওসমান তালুকদার,জগলু হুদা,রাশেদ, পৌরসভা ওয়ার্ড আ’লীগের সভাপতি ওসমান গনি চৌধুরীসহ অংশগ্রহণ করেন ওয়ালটনের কর্মচারী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230320163527_01-1024x576.jpg)
এ সময় অতিথিরা দেশীয় পন্য ক্রয় করে দেশকে সমৃদ্ধ করার আহবান জানান এবং পবিত্র ঈদ-এ ফিতর এর আগাম শুভেচ্ছা জানান।
এ সময়ে ওয়ালটন শো-রুমে পরিচালক বলেন, ২০ মার্চ একটি স্মরণীয় দিন,আজকের দিনকে ওয়ালটন ডে’ ঘোষণা করা হয়েছে। আজকের দিনে আমি ওয়ালটন পরিবারের পক্ষ থেকে সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং ওয়ালটন ডে উপলক্ষে কোম্পানির পক্ষে থেকে গ্রাহক সন্তুষ্টির কথা বিবেচনায় রেখে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার আহবান জানান। ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন -১০ ঘোষণা করে যেখানে গ্রাহকরা ফ্রিজ, টিভি, এসি, ফ্যান, ও ওয়াসিং মেশিন কিনে লাখপতি, ক্যাশব্যাক অফারসহ শো-রুমের পক্ষ থেকে আজ ও আগামী তিনদিনে নিদিষ্ট পন্যের অফারের ব্যবস্থা এবং ১০১ টি পুরস্কার পুরস্কার রাখা হয়েছে।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230320170104_01-1024x576.jpg)