![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG-20230316-WA0023.jpg)
আগামী শনিবার (১৮ মার্চ) রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের সম্মেলনে সভাপতি পদপ্রার্থী হয়েছেন উত্তর নোয়াগাওঁ ৯নং ওয়ার্ডের যুব মহিলা লীগের সভাপতি ও পেমরা ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি শামসুর নাহার।
আজ বৃহস্পতিবার বিকালে পোমরা শান্তিরহাট বাজারে স্বাক্ষাৎতে তিনি যুব মহিলা লীগের সভাপতি ফরম সংগ্রহ করেছে বলে জানান।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়ন এবং রাঙ্গুনিয়ার উন্নয়নের রুপকার সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.হাছান মাহমুদ এমপি’র উন্নয়নে অগ্রযাত্রা বেগবান করতে রাঙ্গুনিয়া উপজেলা যুব মহিলা লীগের সভাপতির পদপ্রার্থী হয়েছেন বলে জানান।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/G1LFSXgkFIgaVMtKkCmBzmobFhB-768x1024.webp)
তিনি চট্টগ্রাম উত্তর জেলা যুব মহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাঙ্গুনিয়া উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।