![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230328174103_01-1024x576.jpg)
মুহাম্মদ দেলোয়ার হোসাইন!! চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় গাউছিয়া কমিটি বাংলাদেশ রাঙ্গুনিয়া পৌরসভা নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল মঙ্গলবার (২৮ মার্চ) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230328174314_01-1024x576.jpg)
রাঙ্গুনিয়া পৌরসভা গাউছিয়া কমিটির সভাপতি মুহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় গাউছিয়া কমিটির চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মুহাম্মদ কমিশনার, উদ্বোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জমির হোসেন মাস্টার, প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর আলম।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230328174126_01-1024x576.jpg)
পৌরসভা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল সবুর এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চন্দ্রঘোনা তৈয়বীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা তৈয়ব আলী চৌধুরী,
রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটির সভাপতি নুর মুহাম্মদ মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর মাস্টার, বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব আশরাফ উদ্দিন সরোবর,মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর হক প্রমুখ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230328171319_01-1024x576.jpg)
আলোচনা সভার শেষে নবগঠিত কার্যকরী পরিষদ ও সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাঙ্গুনিয়া উপজেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন সরোয়ার।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230328175933_01-1024x576.jpg)
এছাড়াও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রস্তুতি কমিটির আহবায়ক রেজাউল করিম,সদস্য সচিব মাওলানা নাছির উদ্দীন নাহিদ, পৌরসভা গাউছিয়া কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন চৌধুরীসহ ছৈয়দ মিলন,এরশাদ, নুর নবী, নুরুল আলম, মনজু, জসিম উদ্দিন,সোহেল রানা, হোসেন মোবারক, আরমান, ফরহাদ, নাজিম, জাবেদসহ উপজেলা, পৌরসভা ও ওয়ার্ড গাউছিয়া কমিটির নেতৃবৃন্দ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2023/03/IMG20230328183023_01-1024x576.jpg)