চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় রাঙ্গুনিয়া পৌরসভা মহিলা আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন পৌরসভার সাবেক কাউন্সিলর নুর জাহান বেগমকে সভাপতি ও মহিলা নেত্রী রুবি আকতারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আ’লীগের সভাপতি বেগম দিলোয়ারা ইউসুফ।
আজ মঙ্গলবার বিকালে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য সম্মেলনে সভাপতিত্বে করেন রাঙ্গুনিয়া পৌরসভা মহিলা আ’লীগের আহবায়ক এডভোকেট রেহানা আকতার বেগম।
রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক নিলুফা আকতার এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বাবু স্বজন কুমার তালুকদার, উদ্বোধনী বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আ’লীগের সভাপতি বেগম দিলোয়ারা ইউসুফ,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক এডভোকেট বাসন্তী প্রভা পালিত।
অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, পৌরসভা আ’লীগের মেয়র আলহাজ্ব শাহাজাহান সিকদার,চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য কামরুল ইসলাম চৌধুরী,রাঙ্গুনিয়া
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার শামসুল আলম তালুকদার,চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য আকতার হোসেন খান, পৌরসভা আ’লীগের সভাপতি আরিফুর ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মো.সেলিম,উপজেলা যুবলীগের সভাপতি আরজু সিকদার, সাধারণ সম্পাদক মো. ইউনুস,চট্টগ্রাম উত্তর জেলা মহিলা কৃষক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এডভোকেট আয়েশা আক্তার,সদস্য পলাশী মুৎসুদ্দি, রাঙ্গুনিয়া উপজেলা মহিলা আ’লীগের সভাপতি অধ্যাপক হোসনে আরা বেগম, সরফভাটা ইউনিয়ন মহিলা আ’লীগের সাধারণ সম্পাদক শিরিন আকতারসহ উপজেলা ও পৌরসভা আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে পৌরসভার মহিলা নেত্রী হোসনেয়ারা বেগমকে সভাপতি ও মহিলা নেত্রী রুবি বেগমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয় এবং আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার আহবান জানান।