মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেতাগী ইউনিয়নবাসী বিশেষ করে করোনা আক্রান্ত শ্বাসকষ্ট রোগীর জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করেন বেতাগী আনজুমানে রহমানিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামাআত, বেতাগী ইউনিয়ন শাখা।
সোমবার (৩০ আগস্ট)বাদ আছর বেতাগী অক্সিজেন সেবা পরিষদের উদ্যোগে বেতাগী আস্তানা শরীফ সংলগ্নে অক্সিজেন সেবার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন ও বেতাগী অক্সিজেন সেবা পরিষদের আহবায়ক পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ।
এ সময় উপস্থিত ছিলেন,বেতাগী অক্সিজেন সেবার পরিষদের সদস্য সচিব আ.হ.ম জিয়াউর রহমান আহমদ উল্লাহ,বেতাগী রহমানিয়া জামেউল উলুম দাখিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াছ নূরী, বেতাগী আনজুমানে রহমানিয়া ও আহলে সুন্নাত ওয়াল জামাত,বেতাগী ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ ও
বেতাগী অক্সিজেন সেবা পরিষদের সদস্য ডাক্তার মুহাম্মদ ইউসুফ,আহমদ সাঈদ,মফিজুল ইসলাম সিকদার,মাওলানা হাবিবুর রহমান ফারুক,মাওলানা কাজী হাফিজুর রহমান,মুহাম্মদ হবীবুল্লাহ, মোস্তাফিজুর রহমান চৌধুরী,মুহম্মদ আব্দুল্লাহ, মুহম্মদ আবু নাঈম,কামাল উদ্দিন সওদাগর,শাহ নেওয়াজ আক্তার সহ প্রমুখ।