

রাঙ্গুনীয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকায় ১০ই সেপ্টেম্বর শনিবার সকাল ১১ঘটিকায় গাবতল ট্রাক মিনিট্রাক চালক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড় এর প্রধান কার্যালয় ফিতা কেটে শুভ উদ্বোধন করেন। অফিস উদ্বোধন শেষে সমিতির সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত আলোচনা সভা গাবতল ট্রাক চালক সমিতির সভাপতি আহমদ জরীফের সভাপতিত্বে শ্রমিক নেতা আলী আকবর আবু,র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্টিত হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন, প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ১নং রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলাম পুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, ইসলাম পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সিরাজউদ্দিন চৌধুরী,প্রধান মেহমান হিসেবে উপস্হিত ছিলেন রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক কামাল উদ্দিন চৌধুরী, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার, ইসলামপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নাছেরউদ্দিন চৌধুরী, এতে আরো উপস্হিত ছিলেন গাবতল ট্রাক মিনিট্রাক চালক সমবায় সমিতির সহ সভাপতি পেয়ারু চৌধুরী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, অর্থ সম্পাদক হারুন অর রশিদ,কার্যনির্বাহী সদস্য ইদ্রিস মিয়া ও সেকান্দর হোসেন ভুট্টু, শ্রমিক নেতা তাজুল ইসলাম, নেজামউদ্দিন, জয়নাল আবেদীনসহ অন্যান্ন নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
আলোচনা অনুষ্টানে বক্তরা বলেন চালকদের এমন একটা সংগঠন, এই এলাকার চালক ভাইদের ঐক্যবদ্ধ করতে খুব প্রয়োজন, কেননা চালকরাই দেশ ও দশের কল্যাণে নিজেরাই কাজ করলেও অনেক সময় তারা বিভিন্ন ভাবে হয়রানি শিকার হয়ে থাকে, এজন্য সবাইরি ঐক্য প্রয়োজন। চালক সমিতির নেতৃবৃন্দের দাবি এই এলাকায় একটি থারর্মিনাল, চালক সমিতির নেতৃবৃন্দের দাবির বিষয়ে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার বলেন গাবতলের উত্তর পাশে খালি যে মাঠটি পরিত্যক্ত অবস্হায় রয়েছে, স্হানীয় নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার করে সেটিও ব্যবহার করা যায় বলে আশাস্ত করেন।
পরে চালক সমিতির মৃত্যু ফান্ড হতে দুজন চালকের পরিবাররে মাঝে মৃত্যুকালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।