

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় শেখ রাসেল ফুটবল একাডেমির আয়োজনে উত্তর নোয়াগাঁও মুজিবিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকালে পোমরা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

পোমরা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সাবেক সভাপতি শামসুদ্দিনের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ রাসেল স্মৃতি ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আলহাজ্ব এমরুল করিম রাশেদ,উদ্বোধক ছিলেন উপজেলা আ’লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কায়ছার নুর লিটন।

রেইনবো গ্রামার স্কুলের পরিচালক আল হাছান মন্জুর ও মিনার এর যৌথ সঞ্চালনায় খেলায় বিশেষ অতিথি ছিলেন পৌরসভা ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি হারুন মাতব্বর, উপজেলা আ’লীগের উপ-দপ্তর সম্পাদক হালিম আবদুল্লাহ,সদস্য শৈবাল চক্রবর্ত্তী,পোমরা ইউনিয়ন আ’লীগের সহ সভাপতি আহমদ আলী নঈমী, গোছরা ব্যবসায়ী সমিতির সভাপতি আমির হামজা, শেখ রাসেল ফুটবল একাডেমির সহ সভাপতি এম. এ বাবুল,পৌরসভা আ’লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দিদারুল আলম,চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সোহেল,পোমরা ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মমতাজ মিয়া,বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন,পোমরা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আলমগীর তালুকদার রনি,আখতারুজ্জামান আজাদ, ইকবাল হোসাইন,পোমরা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আসিফুল করিম সাব্বু,যুবলীগ নেতা সাব্বির, নুরুল আবছার নয়ন,ছাত্রলীগের নেতা এম.আর মামুন, সৈয়দ জাহেদুল ইসলাম, জয় রাজ প্রমুখ।

এছাড়াও উত্তর নোয়াগাঁও মুজিবিয়া স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের কমিটির মধ্যে উপস্থিত ছিলেন ছাবের, রাকিব, রায়হান, জাবেদ, মুরাদ,রওশাদ,সানজিদ প্রমুখ।

ফাইনাল খেয়ায় সরাসরিভাবে প্রতিদ্বন্দ্বিতা করেন পাহাড়তলী খান পাড়া ফুটবল একাদশ ও উত্তর নোয়াগাঁও ফুটবল একাদশ, নিধারিত সময়ে গোল শূন্য ড্র হলে খেলা ট্রাইব্রুকারে গড়ায়, ট্রাইব্রুকারে উত্তর নোয়াগাঁও ফুটবল একাদশ ৫-৪ গোলে পাহাড়তলী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাপিয়ন হয়। পরে উভয়ই দলের মাঝে ট্রাপি তুলে দেন অতিথিরা।