![](https://alokitorangunia.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2022/04/IMG-20220401-WA0041-1024x576.jpg)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি সৈয়দ বাড়ির এলাকার বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব কুরবান আলীর পারিবারিক প্রতিষ্ঠান এ রহমান গ্রুপে’র পক্ষে থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও ৫’শ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2022/04/IMG-20220401-WA0040-1024x576.jpg)
গতকাল বৃহস্পতিবার (৩১ মার্চ) বিকালে তার বাড়িতে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ বাড়ি জামে মসজিদ খতিব মাওলানা মঈন উদ্দীন, মাওলানা সাখাওয়াত হোসেন, মরিয়মনগরের সাবেক চেয়ারম্যান সেলিম,এ রহমান গ্রুপের ম্যানেজার মোঃ মহসিন,মোঃ তাজউদ্দীন মেম্বার, মোঃ নরুল আলম, মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
![](https://alokitorangunia.com/wp-content/uploads/2022/04/IMG-20220401-WA0039-1024x576.jpg)
এ রহমান গ্রুপের চেয়ারম্যান কোরবান আলী বলেন-প্রতিবছরের ন্যায় পবিত্র রমজান কে সামনে রেখে ৫’শ পরিবারকে আমার সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি। সামনের দিনগুলোতে যাতে আরো বেশি করে দিতে পারি সে জন্য সকলের আমার পরিবারের জন্য দোয়া করবেন।