

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার-২০২২ সালের দাখিল পরীক্ষার্থীদের আলোচনা সভা ও দোয়া মাহফিল শনিবার (১১ জুন) সকালে মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

অধ্যক্ষ ও সদস্য সচিব মাওলানা মারফতুন্নুর আল কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গর্ভনি পরিষদের সভাপতি, চট্টগ্রাম প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক আলীউর রহমান রোশাই।
সহকারী শিক্ষক মোজাহেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের আল কাদেরী, বিশিষ্ট ব্যবসায়ী এস.এম আবদুল রহিম, উপাধ্যক্ষ মাওলানা মুজিবুল হক,প্রতিষ্ঠাতা সদস্য আবদুল মান্নান সওদাগর,বিদ্যাৎসাহি সদস্য আবু তাহের মেম্বার,অধ্যাপক সাইফুল আলম মাসুদ, অভিভাবক সদস্য আকতার হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য ও উপস্থিত ছিলেন আরবি প্রভাষক এস.এম মঈন উদ্দীন,ইংরেজী প্রভাষক শরীফ নজরুল ইসলাম,ইতিহাস প্রভাষক কুতুব উদ্দীন, মাওলানা মুহাম্মদ শরীফ,সহকারী মাওলানা এস.এম আবদুল কাদের,মাওলানা মুহাম্মদ হাবিবুর রহমান, মাওলানা মুহাম্মদ এয়াকুব,সহকারী শিক্ষক রফিকুল ইসলাম,সাইদুল আলম,তানিয়া সুলতানা জেসমিন, মুহাম্মদ হোসাইন,এবতেদায়ী প্রধান ছৈয়দ মুহাম্মদ জাহেদুল হক প্রমুখ।