চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বেতাগী ইউনিয়ন এর বড়ুয়া পাড়ায় বর্ণালী সংঘের উদ্যোগে বর্ষবিদায় ও বর্ষবরণ(১৪২৮-১৪২৯) উপলক্ষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরনী,সংবর্ধনা ও আলোচনা সভা এবং সাংষ্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বেতাগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম।
বাবু তাপস বড়ুয়ার সভাপতিত্বে আশির্বাদক ছিলেন উপাধ্যক্ষ ঈদ্দিথ মহা তেরো, উদ্বোধকরছিলেন বাবু কমল বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযাদ্ধা বাবু চানক্য বড়ুয়া,সাংবাদিক বাবু পান্তো নিবাস বড়ুয়া,ইউপি সদস্য মোহান্মদ সাঈদ , মহরম আলী , রেজাউল করিমসহ ইউনিয়ন আ’লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।