মুহাম্মদ দেলোয়ার হোসাইন, প্রকাশনা সম্পাদক ।
চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় নারিশ্চা ও পদুয়া মাঝখান এলাকায় মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক উল্টে খাদে পড়ে পড়ে যায় এতে চালক গুরুতর আহত হয়েছে।ট্রাকে থাকা মুদি মালামাল ছিটকে কাদামাটিতে পড়ে যায়।
রবিবার (২৮ মে) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় উপজেলার দক্ষিণ রাঙ্গুনিয়া কালিন্দী রাণী সড়কের এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, নারিশ্চা ও পদুয়ার মাঝামাঝি এলাকায় নতুন কালবার্ট সংস্কার কাজ চলছিলো। তাই বিকল্প রাস্তা দিয়ে পার হওয়ার সময় মাটি নরম ও কাদামাটি হওয়ায় পার্শ্ববর্তী খাদে পড়ে যায় ট্রাকটি। এ সময় ট্রাকে থাকা চিনির বস্তা, পেয়াজসহ বিভিন্ন মুদি মালামাল ছিটকে পরে যায়।
ট্রাক হেলপার শাহজাহান আলোকিত রাঙ্গুনিয়াকে জানান,রাত ৯টার সময় খাতুনগঞ্জ থেকে ছেড়ে পদুয়ার উদ্দেশ্যে রওনা হই। পথে নারিশ্চা ও পদুয়া এলাকায় আসলে নতুন কালবার্ট সংস্কারের কাজ চলায় বিকল্প মাটির রাস্তা দিয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় ট্রাকটি। এতে চালক সামান্য আহত হলেও বড় ধরনের কোনো ক্ষতি হয়নি।