মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি।
চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় গুলজারে মদিনা কাউখালি চার আউলিয়া (রহ.)হেফজ ও এতিমখানায় পুনরায় নগদ চাউল প্রদান করেন গুলজারে মদিনা প্রবাসী পরিষদ।
শুক্রবার (৭অক্টোবর) বাদে জুমা মসজিদ ও এতিমখানার পরিচালনা কমিটির নেতৃবৃন্দের হাতে নগদ চাউল হস্তান্তর করেন গুলজারে মদিনা প্রবাসী পরিষদের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব খলিলুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ইসলাম আহমদ,সহ সভাপতি আবুল কালাম,সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ নাজিম উদ্দীন, আবদুল করিমসহ স্থানীয় মুসল্লী।
এ সময় সভাপতি প্রবাসী খলিলুর রহমান জানান,প্রবাসী পরিষদটি গঠন পর থেকে স্থানীয় মসজিদ, মাদরাসা, এতিমখানা, বিধবা নারী, অসহায় মেয়ের বিবাহসহ দরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে এবং বিশেষ করে আজকের এ সহায়তা প্রদান করেছে কাজী জসিম, আলহাজ্ব খলিলুর রহমান, মুহাম্মদ ইমরান হোসেন ও আবদুল করিম এ সহযোগিতার জন্য তাদেরকে ধন্যবাদ জানান।
পরে দেশ ও প্রবাসী সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা সাকিল হোসেন আল কাদেরী।