মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
আগামীকাল বৃহস্পতিবার (২৬মে) মধ্যপ্রাচ্যে অবস্থানরত রাঙ্গুনিয়া প্রবাসীদের প্রীয় সংগঠন ওমানের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।
বুধবার(২৫মে) দুপুরে সমিতির মহাসচিব ইমরান হোসেন পিয়ারু রাঙ্গুনিয়া প্রবাসীদের প্রতিনিধি সম্মেলন ও কাউন্সিল অধিবেশন সফল করার আহবান জানান।
এ সময় তিনি বলেন, প্রবাসী এ সংগঠনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের সহযোগিতা করাসহ সুন্নী মতাদর্শ ভিত্তিক ইসলামী সংগঠনের আর্থিকভাবে সহযোগিতা করে আসছেন বলেও জানান।