মুহাম্মদ দেলোয়ার হোসাইন, আলোকিত রাঙ্গুনিয়া।
রেজায় মোস্তফা (দ.) প্রবাসী পরিষদের চেয়ারম্যান ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির উপদেষ্টা রাহাতিয়া দরবার শরীফ এর সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নইমী (ম.জি.আ) আবুধাবীতে আগমনে সংবর্ধনা প্রদান করা হয়।
সোমবার (১৮ এপ্রিল) রাতে আবুধাবির একটি হোটেলে এ সংবর্ধনা প্রদান করেন রেযায়ে মোস্তফা (দ.) প্রবাসী আবুধাবি শাখা।
এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির ও রেযায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদের সভাপতি এ রহমান গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব কোরবান আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দিন,রেযায়ে মোস্তফা (দ.) প্রবাসী আবুধাবি শাখার সাধারণ সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম নঈমী , যুগ্ম সাধারণ সম্পাদক মো., ফরহাদ,সদস্য জাহেদ, গাজী মুন্না, রাশেদুল ইসলাম প্রমুখ।