
মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় এক সপ্তাহ আগে মারা যাওয়া মায়ের কবর জেয়ারত শেষে হঠাৎ অসুস্থ হয়ে ছেলের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) উপজেলার মরিয়মনগর ইউনিয়নের সওদাগর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মো. সোহেল (২৯) একই এলাকার মো. খায়েজ আহমেদের ছেলে। তিনি ৩ মাস বয়সের এক শিশু সন্তানের জনক।
স্থানীয়রা জানান, সোহেল পেশায় একজন বাবুর্চি। ২৪ জুলাই তার ৫৮ বছর বয়সী মা স্ট্রোক করে মারা যায়। আজ স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করে মায়ের রুহের মাগফেরাত কামনায় মসজিদে রুটি বিতরণ করার পর মায়ের কবরও জেয়ারত করেন সোহেল।
এরপর বাড়িতে গিয়ে বুকে ব্যাথা অনুভব করছে বললে পরিবারের লোকজন তাকে চন্দ্রঘোনাস্থ রাঙ্গুনিয়া হেলথকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
মরিয়মনগর ইউপি চেয়ারম্যান মজিবুল হক হিরু একুশে পত্রিকাকে বলেন, ঘটনাটি দুঃখজনক। সোহেল ও তার মা- কারও করোনা কিংবা করোনার কোনো উপসর্গ ছিল না। তারা দুইজনই স্ট্রোক করে মারা গিয়েছেন।