স্বদেশ আগমনে চট্টগ্রামে রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য মো.ইউনুস নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রথম মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার (২৩ নভেম্বর) সকালে রাঙ্গুনিয়া উপজেলার প্রবেশপথ তাপবিদ্যুৎ গেইটের সামনে নামলে যুবদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল দিয়ে বরণ করে নেন এবং পরবর্তীতে নেতাকর্মীদের সাথে নিয়ে মিছিল সহকারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিযারত করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সভায় সংবর্ধীয় অতিথির বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও পারুয়া ইউনিয়ন যুবদলের মাবেক সাধারণ সম্পাদক মো.ইউনুসসহ বক্তব্য রাখেন
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজুল হক লিটন,মো.সামসু,পারুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ইসমাইল তালুকদার, সদস্য সচিব শেখ সোহেল তাজ,চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য মুমিন শিকদার, পারুয়া ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক মোহাম্মদ খালেক,পারভেজ, মো. সেলিম, মো. সোলাইমান, মো.তৈয়ব, মো.নুর উদ্দিন প্রমূখ।
এসময় সংবর্ধীয় অতিথিসহ বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গুনিয়ার সংসদ সদস্য প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।