পবিত্র হজ্জ পালন করার উদ্দেশ্যে পরিবারের শ্রদ্ধেয় মাতা-কে নিয়ে দৌদি আরবি তথা মক্কা- মদিনার পথে রওনা দিয়েছেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য ও বেতাগী আস্তানা শরীফের সাজ্জাদানশীন পীরজাদা মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ (ম.জি.আ)।
গত শুক্রবার বিকালে আলোকিত রাঙ্গুনিয়া পরিবারের পক্ষে ফুল দিয়ে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান আলোকিত রাঙ্গুনিয়া নিউজ পোর্টালের সম্পাদক ও প্রকাশক দেলোয়ার হোসাইন।
এসময় পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ রাঙ্গুনিয়াসহ দেশবাসীর কাছে দোয়া প্রত্যাশা করেন এবং অতীতের ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রত্যাশা করেন।