নগরের চকবাজার থানার অলি খাঁ মসজিদ এলাকায় মো. আল আমিন নামের ৭ বছরের এক শিশুকে গলাটিপে হত্যা করেছে শিশুটির সৎ বাবা।
রোববার (২৯ মে) সকাল ১১টার দিকে চকবাজার মতি টাওয়ারের বিপরীতের একটা ভবনের ৭ তলায় এ ঘটনা ঘটে। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে পাঁচলাইশ থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাদেকুর রহমান বলেন, `সৎ বাবা মোকারম হোসাইন ৭ বছর বয়সী শিশুটির গলাটিপে ধরলে তার নিশ্বাস আটকে যায়। পরে মোকারম ও তার স্ত্রী ইয়াসমিন আকতার (শিশুটির মা) শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।’
সিভয়েস প্রতিবেদক