চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত শাখার উদ্যোগে আজ শুক্রবার (২৮ মে) বিকালে পৌরসভা ১নং ওয়ার্ডের কলোনি পাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি বসতঘর পুড়ে চাই হয়ে যাওয়া পরিবারের মাঝে নিত্য প্রয়োজনী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি,পৌরসভা আ'লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্ণফুলী ক্রীড়া পরিষদ ও প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের এর নেতৃবৃন্দের উপস্থিতিতে বিতরণ করা হয়।
রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মানিক কান্তি দাশের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভা আ'লীগের সভাপতি ও উপজেলা আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী,ভার্চুয়ালী যুক্ত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী।
কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক আবদুল করিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভা ২ নং ওয়ার্ডের কাউন্সিল নুরুল আবছার জসিম, পৌরসভা ওয়ার্ড আ'লীগের নেতা আলহাজ্ব হারুন মাতব্বর, আলহাজ্ব শামসুল আলম, আবু তাহের, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইয়ের সহ সভাপতি মমতাজ উদ্দীন রাশেদ, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক এহসান হাবিব, রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক ভিপি বাবলা তালুকদার, বর্তমান ভিপি সোহেল চৌধুরী, ছাত্রলীগ নেতা মিনহাজ, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নুর উদ্দীন, রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন,অর্থ সম্পাদক সৈয়দ ফিরোজ উদ্দীন, ত্রীড়া বিষয়ক সম্পাদক নয়ন দাশ প্রমুখ।
এ সময় বক্তারা প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত শাখার সকল কর্মকর্তা ও সদস্যদের ধন্যবাদ জানান বিশেষ করে সংগঠন এর সভাপতি আলহাজ্ব কোরবান আলীর একান্ত প্রচেষ্টায় ও সকলের সার্বিক সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করেন।