আগামী ১০জুন অনুষ্ঠিতব্য রোয়াজারহাট প্রাঙ্গণে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,রাঙ্গুনিয়া উপজেলা শাখার আয়োজনে বিশাল জনসমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বাদে মাগরিব পোমরা গোছরা চৌমুহনীস্থ মসজিদ প্রাঙ্গণে পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা আবদুল হামিদ কাদেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবসেনার সাধারণ সম্পাদক বেলাল উদ্দীন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি করিম উদ্দিন হাছান,উপজেলা যুবসেনার সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরী,পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মাওলানা সানাউল্লাহ।
সভায় আরো উপস্থিত ছিলেন পোমরা ইউনিয়ন ইসলামী ফ্রন্টের অর্থ সম্পাদক তাজুল ইসলাম, পোমরা ইউনিয়ন যুবসেনার সভাপতি মাওলানা শওকত আলী, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসাইন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রায়হান রেজা, উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক মাওলানা নঈমুল হক সরমদ নঈমী, পোমরা ইউনিয়ন ছাত্রসেনার সাবেক সভাপতি ইমরান হোসেন, বর্তমান সভাপতি ইকবাল হোসেন,সহ সভাপতি ইমরান হোসেন,সাধারণ সম্পাদক নুরুল আজিম, সাংগঠনিক সম্পাদক ইমনসহ ইউনিয়ন ইসলামী ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।