চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পোমরা হাজীপাড়ার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম হাজী আহমদ শকুর পরিবার এর উদ্যোগে আন্তর্জাতিক তাফসীরুল কুরআন ও সুন্নী কনফারেন্স আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে হাজীপাড়ার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
বুধবার(১৪ ফেব্রুয়ারী)রাতে মরহুম হাজী আহমদ শকুর পরিবারের বাসভবনে প্রস্তুতি সভা আলহাজ্ব মোজাহেরুল হক রফিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পোমরা জামেউল উলুম ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মারফতুন্নুর কাদেরী, রাঙ্গুনিয়া নুরুল উলুম কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা নাজমুল হোসাইন নঈমীসহ মাওলানা আইয়ুব নুরী,উপজেলা আ’লীগের সদস্য জাহেদুল ইসলাম, পোমরা ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, বাংলাদেশ ইসলামী যুবসেনা রাঙ্গুনিয়া শাখার সভাপতি মোজাহেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা সাইফুল ইসলাম কাদেরীসহ এরশাদ হোসেনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা তাফসীরুল কুরআন মাহফিল ও সুন্নী কনফারেন্স সফল করার আহবান জানান।