মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া উপজেলা।
চট্টগ্রামের রাঙ্গুনিয়া হোসনাবাদ ইউনিয়নের অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আর্থিক সহযোগিতা প্রদান করেন রাঙ্গুনিয়া রেমিটেন্স যোদ্ধাদের অন্যতম সংগঠন ” প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই।
গত সোমবার দুপুরে হোসনাবাদ ইউনিয়ন এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই’র নেতৃবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির্জা সেকান্দার হোসেন, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই’র সাধারণ সম্পাদক জসিম উদ্দীন,যুগ্ন সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম, সৈয়দ মুহাম্মদ আজিম উদ্দীন,মোহাম্মদ মহসিন, রাঙ্গুনিয়া ফুটবল উন্নয়ন সমিতির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দীন, ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আলমগীর, সিনিয়র সহ-সভাপতি তপন বিশ্বাস রতন,ইউপি সদস্য আবুল কালাম, কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান,ইউপি সদস্য পারভিন আক্তার, ৮নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সেকান্দার,সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শাহেদ,উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল খাঁন হৃদয়সহ প্রমূখ।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইয়ের সভাপতি এবং এ রহমান গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব কোরবান আলী বলেন,প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সকল সদস্যদের আন্তরিকতা ও ভালোবাসার কারণে আজ এই সমিতি রাঙ্গুনিয়ায় আগুনে ক্ষতিগ্রস্থ এবং মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছে। এই মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সকলের আন্তরিকতা ও ভালোবাসায় প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি এগিয়ে যাবে।