সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা, ছাত্রসেনার ও আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত রাঙ্গুনিয়ার সাবেক সেনানীদের প্রবাসী সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ (ইউ.এ.ই) উদ্যোগে নবগঠিত নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দ্বায়িত্বভার গ্রহণ এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) ও ফাতেহায়ে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল শনিবার (২৭ অক্টোবর) রাতে সারজাহ হুদাইবিয়া রেস্টুরেন্টর হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু মুছা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন আন্জুমানে খোদ্দামুল মুসলিমিন (ইউ.এ.ই)’র কেন্দ্রীয় পরিষদের চেয়ারম্যান হাফেজ আজম খান,প্রধান আলোচক ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইয়ের সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ জিল্লুর রহমান।
সংগঠনের মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আলম শাহ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স.ম. হারুনুর রশিদ, সাবেক সেনা নেতা আব্দুল্লাহ আল রোমান,সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার,সাংবাদিক মোহাম্মদ নাসির উদ্দিন, আব্দুল গফুর নোমানী,সংগঠনের অর্থ সচিব মুহাম্মদ হাসান মনছুর, সাংগ্ঠনিক সচিব আবু তৈয়ব, বাহাদুর ইসলাম, কুতুব শাহ, মাওলানা নুরুল হক চিশতি, আবু আহাদ্, আব্দুর রশীদ নোমানসহ অনেকে। পরে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি আলহাজ্ব মাওলানা আলী শাহ নেছারী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদাহ প্রতিষ্ঠিত করতে হলে সাবেক সেনানীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তার জন্য প্রয়োজন ব্যক্তি জীবনে নিজেকে কুরআন ও সুন্নাহ আলোকে নিজেদের জীবন তৈরি করা।