

রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন আ’লীগের সদস্য বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব সোলাইমান মক্কার পরিবারের উদ্যোগে তিনশো অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (১৭ মার্চ) বিকালে পারুয়া ইউনিয়ন মধ্যম ও জঙ্গল পারুয়া এলাকার অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌঁছে দেন পরিবারবর্গ।

প্রবাস থেকে আলহাজ্ব সোলাইমান মক্কা বলেন, পরিবারের পক্ষে থেকে প্রতিবছর গ্রামের অসহায়,দুস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করি।এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার অসহায় মানুষের সহযোগিতা করার চেষ্টা করি ইনশাআল্লাহ সবার সহযোগিতা পেলে আরো বেশি পাশে খাকতে পারবো বলে জানান তিনি।

পারুয়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি আবু তৈয়ব জানান, আলহাজ্ব সোলাইমান মক্কা এর পরিবারের পক্ষ থেকে তিনশো অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। আমরা তার পরিবারে সুস্থতা ও সার্বিক উন্নতি কামনা করি।