আহলে সুন্নাত ওয়াল জামাআত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দের সাথে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের মতবিনিময় সভা গত বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম চেরাগী পাহাড়-স্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা এম এ মতিন,মহাসচিব অধ্যক্ষ আল্লামা স,উ, ম আবদুস সামাদ,আহলে সুন্নাত ওয়াল জামাআত এর কেন্দ্রীয় মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদৌল্লাহ্ (মা,জি,আ),ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এম,সোলাইমান ফরিদসহ পীরজাদা এয়ার মোহাম্মদ পেয়ারু,ইঞ্জিনিয়ার সৈয়দ মুহাম্মদ আবু আজম,আলহাজ্ব মাওলানা আবদুস ছালাম,করিম উদ্দীন হাছান,আলহাজ্ব খলিলুর রহমান,আলহাজ্ব মাওলানা আমান উল্লাহ সমরকন্দি,আলহাজ্ব মাওলানা করিম উদ্দীন নূরী,মুহাম্মদ শাহাজাহান,সাংবাদিক আলমগীর ইসলাম বঈদী,আলহাজ্ব মুহাম্মদ আবদুল হক,মাওলানা মুহাম্মদ নাছের হোসাইন,মুহাম্মদ ইমাম হোসাইন, মাওলানা মুহাম্মদ মফিজ,যুবনেতা বেলাল উদ্দীন প্রমূখ।
মতবিনিময় সভায় আহলে সুন্নাত ওয়াল জামাআত, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার কেন্দ্রীয় স্থায়ী কার্যালয়ের জন্য রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের পক্ষে নগদ ১,০০০০০/-এক লক্ষ টাকার এবং আগামী ১০ ও ১১”জানুয়ারী”২৫ইং চট্টগ্রাম লালদীঘি ময়দানে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফলকল্পে সংগঠনের পক্ষ হতে ২০,০০০/-বিশ হাজার টাকার আর্থিক সহয়তা কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে তুলে দেন।