চট্টগ্রাম এর রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া গাউছিয়া কমিটির উদ্যোগে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী (দ.) উদযাপন উপলক্ষে জশনে জুলুস ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ই সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাটস্থ তৈয়বিয়া তাহেরীয়া মীর্জা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা মাঠ হতে জশনে জুলুছ ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়। আনন্দ র্যালীটি হোছনাবাদ ইউনিয়নের মোগলের হাটস্হ মীর্জা হোসাইনিয়া দাখিল মাদ্রাসা হতে হাজার হাজার সুন্নী জনতার উপস্হিতিতে শুরু হয়ে আলমশাহ পাড়া, ধামাইরহাট, সোনারগাঁও, ইসলামপুর গাবতল, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে রানীরহাট হয়ে পারুয়া ডিসি সড়ক রাজারহাট, পারুয়া হাজারীহাট, সাহাব্দীনগর, ঘাটচেক, কাপ্তাই সড়ক দিয়ে রোয়াজারহাট, চৌমুহনী, চন্দ্রঘোনা লিচুবাগান, ইকোপার্ক হয়ে দক্ষিণ নিশ্চিন্তাপুর দিয়ে মোগলের হাট হয়ে মীর্জা হোছাইনিয়া মাদ্রাসা মাঠে এসে শেষ হয়। আনন্দ র্যালীতে তিন শতাধিক মোটরসাইকেল, ২শতাধিক সিএনজি, পিকাপ, জিপ ও ট্রাকসহ বিভিন্ন যানবাহনে প্রায় ৫ সহস্রাধিক সুন্নি জনতা অংশগ্রহণ করেন। র্যালীতে নারায়েতকবির, নারায়ে রিসালাত শ্লোগান দিয়ে রাসূল সঃ শানে হামদ নাত পরিবেশন করেন। আনন্দ র্যালী শেষে মাদ্রাসা মাঠে মিলাদ মাহফিল উপজেলা উত্তর গাউসিয়া কমিটি’র সভাপতি গাজী আবুল কালাম বয়ানী’র সভাপতিত্বে মীর্জা হোসাইনিয়া দাখিল মাদ্রাসার সুপার সৈয়দ গোলাম কিবরিয়ার ও কাজী মামুনের যৌত সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ওয়াজ পরিবেশ করেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা এম. এ মান্নান, প্রধান বক্তা বক্তব্য রাখেন গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ ডক্টর লিয়াকত আলী আলকাদেরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটি’র সাবেক সভাপতি জমির উদ্দিন মাস্টার, সহ- দাওয়াতে খায়র সম্পাদক সেকান্দর হোসেন চৌধুরী, চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গোফরানুল হক, মির্জা ওমরা মিয়া, লোকমান কোম্পানী, জুলুস পরিচালনা কমিটির আহবায়ক ওয়াকিল আহমদ তালুকদার, সাদেক নুর চৌধুরী টিপু, আব্দুল মোতালেব মাতব্বর, জুলুস প্রস্তুত কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান সওদাগর, মাদ্রাসার দাতা সদস্য ফজলুর কবির, ইলিয়াস চৌধুরী, ছালেহ আহমদ সওদাগর, মাস্টার জামাল উদ্দিন, মাওলানা নুরুন্নবী, মাওলানা ইউছুপ আনসারী, মাওলানা আদনান হোসাইন, মাওলানা আব্দুস সত্তার, মাওলানা নুরুল আবছার, মাওলানা হোসাইন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সহ অন্যান্নরা। মিলাদ কিয়াম দোয়া মোনাজাত শেষে অনুষ্ঠানে আগত মেহমানদের মাঝে তাবারুক বিতরণ করেন।