

চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ায় প্রবল ভারি বর্ষণে প্রাকৃতিক দুর্যোগ বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫৫ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও রেজায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদ।
রোববার (৩সেপ্টেম্বর) বিকালে দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যের হাতে ত্রাণ সামগ্রী পৌঁছে দেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই ও রেজায়ে মোস্তফা (দ.) প্রবাসী পরিষদের নেতৃবৃন্দসহ প্রধান অতিথিসহ অন্যন্য অতিথিবৃন্দ।
ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্বে করেন উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের সভাপতি সৈয়দ আবুল বশর।
প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির দেশীয় প্রতিনিধি জবরুত উল্লাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ ছৈয়দ তালুকদার,প্রধান বক্তা ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইযের সাধারণ সম্পাদক আলহাজ্ব জসিম উদ্দীন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ’লীগের সভাপতি আবদুল রহমার সাধন, সাধারণ সম্পাদক জামাল উদ্দীন, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাইয়ের যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ মুহাম্মদ আজিম উদ্দীন,দক্ষিণ রাজানগর ইউনিয়ন আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মুহাম্মদ মুসা,ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইউনুচ মিয়া,ইউপি সদস্য মাস্টার আবদুল কাদের,ধামারহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফজলুল ইসলাম সেলিম, উত্তর রাঙ্গুনিয়া শেখ রাসেল স্মৃতি সংসদে সিনিয়র সহ সভাপতি যুবলীগের নেতা সুমন আহমেদ, প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক দিদারুল আলম, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের নেতা জরিফুল ইসলাম সাইমন,দক্ষিণ রাজানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত হোসাইন সাকিব,ছাত্রলীগ নেতা আরিফ,মোহাম্মদ আলী, হাসান সাগর, লিমন,মিনহাজ,এরশাদ সিকদার, সৈয়দ আরমানসহ প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি ও উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ স্থানীয় মান্যগন্য ব্যক্তিবর্গ।
বিতরণকালে বক্তারা প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির প্রশংসা করেন এবং আলহাজ্ব কোরবান আলীর নেতৃত্বের যে কোন দূর্যোগ মূহুর্তে প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির অসহায়, দুস্থ ও হতদরিদ্র সাধারণ মানুষের পাশে দাঁড়ানোকে স্বাগত জানান।
এ রহমান গ্রুপের চেয়ারম্যান ও প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক,শিক্ষানুরাগী ও দানবীর আলহাজ্ব কোরবান আলী জানান, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি সংযুক্ত আরব আমিরাত ২০২১ সালে সভাপতির দায়িত্ব গ্রহণের পর থেকে সমিতির সকল কর্মকর্তা ও সদস্যদের সার্বিক সহযোগিতায় ও আন্তরিক ভালোবাসা নিয়ে প্রবাসী রাংগুনিয়া সমিতি রাঙ্গুনিয়া উপজেলায় আগুনে ক্ষতিগ্রস্থ, গৃহহীন, বিধবাসহ নানান মানবিক সহায়তায় কাজ করে যাচ্ছি । এই মানবিক সহায়তা অব্যাহত রাখার জন্য সকলের আন্তরিকতা ও ভালোবাসা প্রত্যাশা করেন এবং প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রবাসে অবস্থানরত সকলকে সমিতির আওতাভুক্ত হওয়ার আহবান জানান।
এসময় তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারর মাঝে চতুর্থ ধাপে ত্রাণ সামগ্রী বিতরণে যারা আর্থিক সহযোগীতায় এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ জানান বিশেষ করে প্রবাসী মমতাজ উদ্দিন রাশেদ,হানিফ রাজু, রাসেল তালুকদার,নাজিম উদ্দীন, নাছির উদ্দীন চৌধুরী, সুমন আহমেদ,খোরশেদ আলম,ওবায়দুল হক, দিদারুল আলম,সোহেল রানা,মুহাম্মদ রুবেলকে কৃতজ্ঞতা জানান।
এছাড়াও তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চারটি ধাপে সহযোগিতা করা হয়েছে, প্রথম ধাপে রাঙ্গুনিয়া পৌরসভায় কাউন্সিল জসিম উদ্দিন তালুকদার, দ্বিতীয় ধাপে চন্দ্রঘোনা ইউনিয়নে চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস আজগর,তৃতীয় ধাপে বেতাগী ইউনিয়নে চেয়ারম্যান সফিউল আলম এবং সর্বশেষ চতুর্থ ধাপে দক্ষিণ রাজা নগর ইউনিয়নে চেয়ারম্যান আহমেদ ছৈয়দ তালুকদারের মাধ্যমে বিতরণ করা হয়।