তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেন, "উন্নত বিশ্বে তাদের নাগরিকদের ভাতা দেয়। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার একইভাবে নানা ধরণের ভাতা চালু করেছে। যা আগের কোন সরকার করেনি। এখন প্রতিটি ইউনিয়নের হাজার হাজার মানুষ ভাতা পাচ্ছে। এর বাইরেও ভিজিডি, ভিজিএফ, ফ্যামেলি কার্ডসহ নানা সুবিধা চালু করেছে। নৌকা মার্কার সরকার এই ভাতাগুলো দিচ্ছে। শেখ হাসিনা যদি ক্ষমতায় না আসে, তবে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। অন্য কোন সরকার আসলে এসব ভাতা বন্ধ হয়ে যাবে। যে সরকার চাল, ডাল, তেল, চিনি, ভাতা দেয়, সেই সরকার ভোটটিও পাবে আশাকরি।"
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের উপকারভোগী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী সংযুক্ত হয়ে মন্ত্রী এসব কথা বলেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিছ আজগরের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার, এম আবু নাছের, আবুল কালাম আজাদ, সদস্য ইলিয়াস কাঞ্চন চৌধুরী, শেখর বিশ্বাস, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ হারুন সওদাগর, সাধারণ সম্পাদক জালাল উদ্দীন জল প্রমুখ। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।