মুহাম্মদ দেলোয়ার হোসাইন , রাঙ্গুনিয়া উপজেলা।
আটদিনের শিথিলতা শেষে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ফের ১৪ দিনের জন্য কঠোর বিধিনিষেধ দিয়েছে সরকার। শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে আগামী ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ থাকবে।
এই ১৪ দিন শপিংমলসহ অন্যান্য দোকান বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও অন্যান্য নিত্যপণ্য সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছয় ঘণ্টা স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করা যাবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের বিধিনিষেধ ঘোষণার প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এতে বলা হয়, কাঁচাবাজার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে।
শপিংমল/মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে জানিয়ে প্রজ্ঞাপনে আরও বলা হয়, খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (অনলাইন/টেকওয়ে) করতে পারবে।