চট্টগ্রামে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনার ঐতিহ্যবাহী তরুণ সংঘের আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উন্মুক্ত নক আউট ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নতুন চ্যাম্পিয়ন হয়েছেন রাঙ্গুনিয়ার শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ।
শনিবার (৪জানুয়ারি)বিকালে কাপ্তাই উপজেলার কেপিএম ব্রিকফিল্ড খেলার মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয় রাঙ্গুনিয়ার সাবেক সংস্থা সদস্য পদপ্রার্থী মরহুম শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ।
ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বী করেন শাপলা ছাত্র সংঘ বনাম শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ। ফাইনাল খেলায় প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধ গোলশূন্য ড্র হলে খেলা ট্রাইভাগারে গড়াই। ট্রাইভাগারে
শাপলা ছাত্র সংঘ ফুটবল একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ঐক্য পরিষদ।
এসময় প্রধান অতিথি, বিশেষ অতিথি, তরুণ সংঘ, টুর্ণামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দসহ রাঙ্গুনিয়া উপজেলার শহীদ সালাহ উদ্দীন কাদের চৌধুরী স্মৃতি সংসদ ফুটবল একাদশের টিম ম্যানেজার চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব নাছির উদ্দিন, কোর্চ জুয়েল চাকমা, রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাজী ইলিয়াস শিকদার, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান পদপ্রার্থী মুজিবুর হক মুজিব,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি,প্রবাসী কাতার সেনাকর্মকর্তা চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ,চন্দ্রঘোনা দোভাষী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাহেদুল হক,কাতার বিএনপির সাবেক সহ সভাপতি ইউসুফ সিকদার,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন আহমেদ,রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শোয়াইব কাদের, যুগ্ম আহবায়ক মো. মোজাহের, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাজ্জাদ হোসেন খোকা,রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের
সদস্য রিয়াদ হোসেন বাবলা,রাঙ্গুনিয়া উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সহ সভাপতি মোহাম্মদ সেলিম,চন্দ্রঘোনা ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ মাসুদ পারভেজ, যুগ্ম আহবায়ক তসলিম,যুগ্ম আহবায়ক নিয়ামত উল্লাহ, মোহাম্মদ ফারুক, কোদালা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিমসহ শাহাবুদ্দীন,সাবেক ছাত্রদলের সভাপতি আলম শাহ,আরজান, হাবিব, শওকত সাইমন,মো. এনাম, আরমান, প্রবাসী হারুন, চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ইসমাইল, এনাম প্রমূখ।