সাত দিনের টানা বর্ষণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাওয়ায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া আটটায় সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচটি ইউনিটে জেনারেটর চালিয়ে বিদ্যুৎ কেন্দ্রের এক নম্বর ইউনিটে ৪৬ মেগাওয়াট, দুই নম্বর ইউনিটে ৪৪ মেগাওয়াট, তিন নম্বর ইউনিটে ৪৮ মেগাওয়াট, চার নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট, পাঁচ নম্বর ইউনিটে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। গতকাল রুলকার্ড অনুযায়ী হ্রদে পানি থাকার কথা ৯৫ দশমিক ৮০ এমএসএল (মীনস সী লেভেল)। বর্তমানে পানি রয়েছে ১০৪ দশমিক ৫৮ মীনস সী লেভেল।
পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলীরা জানান, পার্বত্যঞ্চলে কয়েকদিনের টানা বর্ষণ ও লুসাই পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই লেকে পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই লেকের পানির ধারণ ক্ষমতা ১০৯ ফুট (মীনস সী লেভেল)। কেন্দ্রের ৫টি ইউনিটে সর্বোচ্চ ২৩০ হতে ২৪০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে। কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, পাঁচটি কেন্দ্রে ২১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কাপ্তাই লেকে ঘন্টায় ০.০৮ এমএলএস পানি বৃদ্ধি পাচ্ছে। লেকে ১০৯ মীনস সী লেভেল বা এর কাছাকাছি পানি আসলে তবেই কাপ্তাই স্পীল ওয়ে দিয়ে বাড়তি পানি ছাড়া হবে বলে কেন্দ্রের ব্যবস্থাপক জানিয়েছেন।