বাংলাদেশ ইসলামী যুবসেনা,কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়,ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া, পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসার সাবেক মেধাবী শিক্ষার্থী ও ঢাকা সাভার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ ইমরানুল ইসলাম জাবেদ।
শনিবার (৩ জুন) দুপুরে ঢাকাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যুবকনভেনশনে তাঁকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
কেন্দ্রীয় যুবসেনার সভাপতি গোলাম মাহমুদ ভূইয়া মানিক সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ আবু আজমের সঞ্চালনায় যুব কনভেনশনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান জননেতা এম.এ মতিন,উদ্বোধক ছিলেন কেন্দ্রীয় আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফী ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের মহাসচিব স.উ.ম আবদুল সামাদসহ কেন্দ্রীয় ইসলামী ফ্রন্টের জাতীয় নেতৃবৃন্দ।
কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে ইসলামী ফ্রন্টের জাতীয় নেতৃবৃন্দের আলোচনা ও সিদ্ধান্তের আলোকে আকতার হোসেন চৌধুরীকে সভাপতি, অধ্যাপক ইমরানুল ইসলাম জাবেদকে সাধারণ সম্পাদক এবং আবু নাছের মুহাম্মদ মুছাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করেন।
প্রসঙ্গত, অধ্যাপক ইমরানুল ইসলাম জাবেদ চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের রোশাই পাড়া গ্রামের নিবাসী বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও দানবীর ঐতিহ্যবাহী পরিবার মরহুম হাজী আবদুল শুক্কুর ও হাজী আবদুল শহীদ এর নাতি এবং মাওলানা নুরুল ইসলাম নেজামীর ছোট সন্তান।
তিনি প্রাথমিক শিক্ষা রোশাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক দাখিল পরীক্ষার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পোমরা জামেউল উলুম ফাযিল মাদরাসা, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর ডিগ্রী জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদরাসা হতে আলিম, ফাযিল ও কামিল পরীক্ষা কৃতিত্বের উত্তীর্ণ হয় এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সর্বোচ্চর ডিগ্রী অর্জন করেন।
তিনি একজন সাংগঠনিক ব্যক্তি, তিনি ইউনিয়ন, জেলা ও কেন্দ্রীয় বিভিন্ন দায়িত্ব পালন করেছিল এছাড়াও তিনি রোশাই পাড়া ইমাম হোসাইনী কাফেলা উপদেষ্টা ছিলেন।
যুবসেনার সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় কেন্দ্রীয়, জেলা ও উপজেলা ইসলামী ফ্রন্টের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের পক্ষে শুভেচ্ছা জানানোসহ এলাকার সামাজিক ও ধর্মীয় সংগঠন ইমাম হোসাইনী কাফেলার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা জানান।