মুহাম্মদ দেলোয়ার হোসাইন, রাঙ্গুনিয়া প্রতিনিধি ।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ২নং হোছনাবাদ ইউনিয়ন তাঁতীলীগের ত্রিবার্ষিক সম্মেলনে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী বঙ্গবন্ধু পরিষদ এর উদ্যোগে ক্যান্সারে আক্রান্ত দুই অসহায় ব্যক্তিদের নগদ অর্থ প্রদান ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মার্চ )বিকালে দক্ষিণ রাঙ্গুনিয়া নিশ্চিতাপুর জীফ স্টেশনে সংগঠনের সহ সভাপতি আবদুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন উপজেলা তাঁতীলীগের আহবায়ক মোর্শেদ তালুকদার,প্রধান অতিথি ছিলেন,রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, সম্মানিত অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব খালেদ মাহমুদ,প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা তাঁতীলীগের আহবায়ক ফয়েজ আহমদ বাদল।
রাঙ্গুনিয়া সরকারি কলেজ,ছাত্রলীগের সাবেক আহবায়ক বাবলা তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আ’লীগের সদস্য আকতার হোসেন খান, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুর ইসলাম চৌধুরী, হোসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দানু মিয়া, মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক হিরো,পৌরসভার কাউন্সিল ওমর তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে শেষে ক্যান্সারে আক্রান্ত দুই ব্যক্তির পরিবারকে বিশ হাজার টাকা করে চল্লিশ হাজার এবং স্থানীয় কয়েকটি মাদরাসার প্রায় একশো জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।